অভিনেতা
ছদ্মবেশে, রং মেখে
মঞ্চে কিংবা পর্দায়,
করে নানা অঙ্গ ভঙ্গি; বলে নানান বুলি,
রোজগারের এই পদ্ধতিকে অভিনয় মোরা বলি।
কিন্তু এখন পাল্টে গেছে
অভিনয়ের স্টাইল
যেটা এখন হয়ে থাকে; মানুষের সাথে সরাসরি,
আমরা সেটাই করে থাকি মিথ্যা বলে ঝুড়ি ঝুড়ি।
কেউ বা করে পেটের দায়ে
কেউ বা করে স্বভাবে
কেউ করে আনন্দ দিতে; কেউ করে প্রতারনায়,
অভিনয় এখন শিখতে; বসতে হয়না সাধনায়।
আন্দোলনের দোহায় দিয়ে
গাছের নিচে মঞ্চ বেঁধে
বিছানার পিছে লাগিয়ে এ সি; সামনে মিডিয়ার ক্যামেরা,
বসে পড়লে অনশনে পাওয়া যাবে অনেক সাড়া।
মজদুরের সাথে কোমর বেঁধে
খালি ঝুড়ি মাথায় নিয়ে
মিডিয়াকে সঙ্গে নিয়ে; ভোট প্রচারে আসবে নেতা,
সেই দৃশ্য দেখার পড়ে অভিনয় শিখবে অভিনেতা।
ঈশ্বরের কাছে এই অধমের
রইল একটি প্রার্থনা
অধমকে দিন অন্তর্দৃষ্টি; যেটা দিয়ে চিনবে সে,
মানুষ এবং অভিনেতা খুব সহজে এক নিমেষে।