Wednesday, 19 September 2012

তোমার ঠোঁটের কোণে আছে এমন হাসি,

তোমার ঠোঁটের কোণে আছে এমন হাসি,
যেটা লুকায় কিছু দুঃখ; যা আছে তোমার মনে,
দীর্ঘকাল ধরে আছ তুমি মনের উপবাসী।
লুকাইছ তোমার মনের কথা জল রেখে চোখের কনে।
ভালবাসার গরল পান করে নীলকন্ঠী হয়েছ,
দীর্ঘদিনের মনের ক্ষত নিয়ে তুমি সাথে,
ভাগ্যে যা আছে তাই হবে বৃথাই অপরাধ নিচ্ছ।
প্রেমের পরশ লাগিয়ে ক্ষতে সুখে থেকো দিনে রাতে।

No comments: