ম্যাজিসিয়ান
ম্যাজিসিয়ান! ও ম্যাজিসিয়ান!
তুমি তো ম্যাজিক দেখাও,
আমাদের মনোরঞ্জন করো,
ফুল থেকে কর পায়রা,
রুমাল থেকে বেড়াল।
আচ্ছা! তুমি অমানুষকে মানুষ করতে পারবে?
তাতে সমাজ ভাল হবে।
আচ্ছা! তুমিতো ১ টাকা থেকে ১০০ টাকা কর।
তুমি গরীবদের শেখাবে ম্যাজিকটা?
তুমি শেখাবে ক্ষুধার্ত মানুষদের,
ধুলো থেকে খাবার তৈরির ম্যাজিকটা?
ওয়াটার অফ ইন্ডিয়ার ঘটি টা তুমি দেবে,
একজন তৃষ্ণার্ত মানুষকে?
তুমি পারবে, কালোবাজারির কালো সম্পদ ভ্যানিস করতে?
তুমি পারবে, সুইস ব্যাঙ্কের ভারতীয় টাকা স্বদেশে আনতে?
নাহ! তুমি কিছুই পারবেনা।
পারলে তো আর ম্যাজিক দেখাতে না।
তবে; চেষ্টা করে দেখতে পার।
যদি পার, তবে জানবে সেই শো
দেখানোর আগেই দেশদ্রোহীতার দায়ে
তোমার মৃত্যুদন্ড ঘোষণা হয়েছে।
No comments:
Post a Comment