Tuesday, 16 October 2012

মূল্যবৃদ্ধি


                মূল্যবৃদ্ধি

এই যে দাদা চললেন কোথায়?
বাজারে? সাথে একটা ব্যাগ?
শুধু ব্যাগে হবেনা দাদা,
সাথে পকেটাও নগদ টাকায় ভরাতে হবে।
শাক-সব্জি, তরি-তরকারি, মাছ-মাংস
এখানেই শেষ নয়......
মুদিখানা, দশকর্মা, ষ্টেশনারী,
জামা-কাপড় কি কিনবেন?
দাম হিসাব করেছেন?
হিসেব করেও কোন হবেনা লাভ।
পকেটে রাখতে হবে অতিরিক্ত টাকা,
নইলে দোকানে গিয়ে প্রেস্টিজ যাবে।
গতকাল যা দাম ছিল
আজ তা গেছে বেড়ে।
তারসাথে রেজকী সমস্যা,
পাবেন না ছোট খাট ব্যালেন্স।
নিতে হবে অতিরিক্ত মাল,
নতুবা একটা লজেন্স।
লজেন্স মুখে নিয়ে
করবেন যখন মিষ্টি মুখ,
বৌদি তখন করবে ফোন
গ্যাস ফুরিয়ে গেছে শুনে
চলে যাবে আপনার সমস্ত সুখ।
আপনার তখন একটাই চিন্তা!!
ভর্তুকি সিলিন্ডার ফুরিয়ে গেলে
বেড়িয়ে যাবে অনেক টাকা।
স্কুটার ঘুরিয়ে যাবেন গ্যাস অফিসে,
হিসাব বহির্ভূত চালানোর ফলে তেল শেষ।
তখন আপনার গতকালের টিভি-র খবর মনে পড়বে।
“আজ মধ্যরাত্রি থেকে পেট্রোলের লিটার পিছু ৫ টাকা দাম বাড়বে”।
মনে পড়বে তখন ছোটবেলার স্মৃতি।
এবং ভাববেন যদি সেই
ছোট্ট পিচকারিটা আজ সাথে থাকত তবে
কুকুরের পরিবর্তে নিজের পিছনেই একটু দিয়ে দিই।
অন্ততপক্ষে খুব জোরে দৌড়তে পারতাম।

আরে দাদা এইসব চিন্তা ছাড়ুন
আর নেতা হয়ে যান।
সমস্ত খরচ ফ্রী।
সংস্কারের নামে জিনিসের দাম যত বাড়বে
আমদের খাটনির টাকা
আপনার পকেটে তত বেশি ঢুকবে।
ইনকাম ট্যাক্সের ভয়?
পাঠিয়ে দিন সুইস ব্যাঙ্কে।
আপনার কয়েক পুরুষের ভবিষ্যৎ সুনিশ্চিত।।

No comments: