Tuesday, 16 July 2013

বাউল কথা

বাউল কথা
(বস্ত্র ও বাসস্থান)
-      স্বামী পরমানন্দ
বর্তমানে মানুষ নানারকম সিনথেটিক বস্ত্র ব্যবহার করছে, যেমন টেরিকট, টেরিলিন, ডেকরন, পলেস্টার ইত্যাদি। এইগুলি স্বাস্থের পক্ষে খুবই ক্ষতিকারক। সাধারণত সুতি বস্ত্র, পাট ও শনজাত বস্ত্র ও পশম জাতীয় বস্ত্র স্বাস্থের পক্ষে হানিকারক নয়। অতি শীতপ্রধান দেশে চামড়ার বস্ত্র এবং গ্রীষ্মপ্রধান দেশে রেশমবস্ত্র চলতে পারে। তবে গ্রীষ্মপ্রধান দেশে সুতিবস্ত্রই আদর্শ এবং শীতপ্রধান দেশে পশমবস্ত্রই আদর্শ। খুব আঁটো-সাঁটো পোশাক স্বাস্থের পক্ষে ক্ষতিকর। ঢিলে-ঢালা পোশাকই স্বাস্থের পক্ষে উত্তম। কারণ মানবদেহে চামড়ার নিচে স্বেদ গ্রন্থির অবস্থান এবং চামড়ার মধ্যে অসংখ্য রোমকূপ রয়েছে, যেগুলি দিয়ে শরীরের তাপ এবং স্বেদ ও নানা পদার্থ নির্গত হয়। তাই খুব আঁটো-সাঁটো পোশাক পরলে ঐ সব স্বাভাবিক দৈহিক ক্রিয়াগুলি ব্যাহত হয়। তাছারা রক্ত সঞ্চালনের সংবহন ক্রিয়ার অসুবিধা হয়ে থাকে। এর পরিণামে নানারকম চর্মরোগ ও হৃৎপিণ্ডের ক্রিয়ার অসুবিধা হয়ে থাকে। তাই ঢিলে-ঢালা পোশাক পরিধান করলে এই সমস্ত অসুবিধাগুলি হয় না। বিশেষ করে মানুষ যখন ঘুমাই, সেই সময় কখনই আঁটো-সাঁটো পোশাক পরে শুতে নেই। খুব হালকা এবং ঢিলে পোশাক পরে শোয়াই উত্তম। সুতরাং সুতিবস্ত্রই শ্রেষ্ঠ ও আদর্শ। কারণ এগুলির পার্শ্ব-প্রতিক্রিয়া নেই। কিন্তু অন্য বস্ত্রগুলির পার্শ্ব-প্রতিক্রিয়া রয়েছে। এইজন্য অবস্থা বিশেষে ও জরুরী অবস্থায় অন্যগুলি মানুষ ব্যবহার করতে পারে, কিন্তু নিয়মিত ব্যবহার করা উচিত নয় – তাতে স্বাস্থের পক্ষে ক্ষতিকর হবে। তবে সুতীবস্ত্র এবং পশমবস্ত্র মানুষ নিয়মিত ব্যবহার করতে পারে, তা স্বাস্থের পক্ষে ক্ষতিকারকও নয়।
এখন বাসস্থান সম্পর্কে আলোচনা করা যাক। প্রত্যেক মানুষের আশ্রয় প্রয়োজন এবং আশ্রয়ের জন্য বাসস্থান প্রয়োজন আর বাসস্থানে আবাসের জন্য গৃহের প্রয়োজন। তাই কেমন গৃহ আবাসের পক্ষে আদর্শ, সেটা জানা একান্ত প্রয়োজন।
প্রথমে স্থান নির্বাচন করতে হবে। অপেক্ষাকৃত উচ্চস্থান শ্রেষ্ঠ এবং কূর্মপৃষ্ঠসদৃশ  উচ্চস্থান সর্বশ্রেষ্ঠ। কারণ এতে আলো বাতাস প্রচুর পরিমাণে পাওয়া যাবে এবং স্থানটি ভূগর্ভস্থ জলস্তর থেকে দূরত্বে থাকবে। আর যদি স্থানটি অপেক্ষাকৃত নিম্ন হয়, তাহলে আলো-বাতাসের অপ্রতুলতা দেখা দেবে এবং ভূগর্ভস্থ জলস্তরও নিকটবর্তী হবে। তাই আলো-বাতাসের অভাবযুক্ত ও আর্দ্রতাযুক্ত স্থান প্রকৃত বাসস্থানের অযোগ্য। বিপরীতভাবে আলো-বাতাসযুক্ত এবং আর্দ্রতাহীন পরিবেশ অর্থাৎ স্থানই প্রকৃত বাসস্থানের পক্ষে উপযুক্ত। আবার নিম্ন সমতল এবং আর্দ্রতাযুক্ত স্থান বাগান এবং চাষ–বাসের জন্য উৎকৃষ্ট। আর উচ্চ আর্দ্রতাহীন শুষ্ক স্থান মানুষের বসবাসের জন্য উৎকৃষ্ট।
মাটি, কাঠ, পাথর, বালি, চুন, খর ইত্যদি দিয়ে গৃহ-নির্মাণ উৎকৃষ্ট বা উত্তম। ইট, পাথর, বালি, লহা, সিমেন্ট, কাচ, টিন ইত্যাদি দিয়ে গৃহ-নির্মাণ মধ্যম। অ্যাসবেস্টর, পলিষ্টিন, প্লাস্টিক, চামড়া ইত্যাদি দিয়ে গৃহ-নির্মাণ অধম।
এখন গৃহ-নির্মাণের ‘দিক’ সম্পর্কে আলোচনা করা যাক। পূর্বমুখী এবং দক্ষিণমুখী ঘড় বসবাসের পক্ষে উপযুক্ত। উত্তরমুখী এবং পশ্চিমমুখী ঘড় বসবাসের পক্ষে অনুপযুক্ত। কারণ পূর্ব ও দক্ষিণমুখী ঘড় প্রচুর পরিমাণে আলো বাতাস পায়। বিপরীতভাবে উত্তর ও পশ্চিমমুখী ঘড় আলো বাতাস পায় না। সূর্যোদয় হতে অস্তকাল পর্যন্ত দক্ষিণমুখী ঘড় আলো বাতাস পাওয়ায় ঘরের বাতাবরণ শুষ্ক হয়। এখানে আর্দ্রতা এবং ছায়া না থাকায় বীজাণু, কিটাণু এবং কীট-পতঙ্গের উপদ্রব হয় না। ছত্রাক, ঘুণ ইত্যাদিরও উপদ্রব হয় না। এই কারণে দক্ষিণমুখী ঘরে বাস করলে শরীর-স্বাস্থ ভাল থাকে; রোগ-ব্যাধির উপদ্রব কম হয় এবং গৃহস্থ-দ্রবসামগ্রী শীঘ্র নষ্ট হয় না বা তাতে পচন ধরে না। তাই সর্বদিক হতে দক্ষিণমুখী গৃহই সর্বশ্রেষ্ঠ। তবে পূর্বমুখী গৃহ ঊষাকাল থেকে অপরাহ্ণ পর্যন্ত আলো পেয়ে থাকে এবং উপসর্গ ও উপদ্রব দক্ষিণমুখী গৃহের মতই কম হয়ে থাকে। সেইহেতু বসবাসের জন্য এটা উৎকৃষ্ট না হলেও উত্তম। অন্যদিকে পশ্চিমমুখী গৃহ ঊষাকাল হতে সূর্যের আলো পায় না। অপরাহ্ণের পর অস্তগামী সূর্যের কিছুটা পড়ন্ত আলো পেয়ে থাকে, যা স্বাস্থের পক্ষে ক্ষতিকর। সর্বদা ছায়া ও আর্দ্রতা থাকায় ঘরের ভিতর নানা পোকা-মাকড় আমদানি হয়, ছত্রাক ও বীজাণুরা বাসা বাঁধে এবং আরশোলা, টিকটিকি, মাকড়সা, ইঁদুর ইত্যাদি প্রাণীদের উপদ্রব হয়। এই জন্য সাপেরা এসে বাসা বাঁধে। কারণ বীজাণু, জীবানু ও ছত্রাক হেচু পোকা-মাকড় হয় এবং পোকা-মাকড় হেতু ইঁদুর, ছুঁচো, টিকটিকি, আরশোলা হয় এবং এদের জন্যই সাপেরা এসে বাসা বাঁধে। যেহেতু একে অপরের খাদ্য।
এই কারণে পশ্চিমদুয়ারী ঘরে বসবাস করলে নানা রোগ-ব্যাধি এবং প্রাকৃতিক উপদ্রব উপস্থিত হয়, শরীর-স্বাস্থ ও মন তামসিকতায় আক্রান্ত হয়। তাই এই গৃহ বস-বাসের অযোগ্য বা অধম। আর উত্তরদুয়ারী ঘড় কখনই সূর্যালোক পায় না এবং ঐ উপদ্রবগুলি অধিক পরিমাণে হয়ে থাকে। তাই উত্তরমুখী গৃহ অতি অধম এবং বসবাসের জন্য সম্পূর্ণরূপে অযোগ্য বা অনুপযুক্ত। বাংলায় একটি প্রবাদবাক্য বা ছড়া আছে যেটা খুবই মহত্ত্বপূর্ণঃ
দক্ষিণদুয়ারী ঘরের রাজা,
পূর্বদুয়ারী তার প্রজা।
পশ্চিমদুয়ারীর মুখে ছাই,
উত্তরদুয়ারীর কাছে না যাই।
সুতরাং পূর্ব এবং দক্ষিণমুখী গৃহ বসবাসের যোগ্য বা উপযুক্ত। পশ্চিম ও উত্তরমুখি গৃহ বসবাসের অযোগ্য বা অনুপযুক্ত।

সৌজন্যে, চরৈবেতি, বনগ্রাম পরমানন্দ মিশন।

No comments: