Wednesday, 31 October 2012

অভিনেতা

অভিনেতা

ছদ্মবেশে, রং মেখে
মঞ্চে কিংবা পর্দায়,
করে নানা অঙ্গ ভঙ্গি; বলে নানান বুলি,
রোজগারের এই পদ্ধতিকে অভিনয় মোরা বলি।
কিন্তু এখন পাল্টে গেছে
অভিনয়ের স্টাইল
যেটা এখন হয়ে থাকে; মানুষের সাথে সরাসরি,
আমরা সেটাই করে থাকি মিথ্যা বলে ঝুড়ি ঝুড়ি।
কেউ বা করে পেটের দায়ে
কেউ বা করে স্বভাবে
কেউ করে আনন্দ দিতে; কেউ করে প্রতারনায়,
অভিনয় এখন শিখতে; বসতে হয়না সাধনায়।
আন্দোলনের দোহায় দিয়ে
গাছের নিচে মঞ্চ বেঁধে
বিছানার পিছে লাগিয়ে এ সি; সামনে মিডিয়ার ক্যামেরা,
বসে পড়লে অনশনে পাওয়া যাবে অনেক সাড়া।
মজদুরের সাথে কোমর বেঁধে
খালি ঝুড়ি মাথায় নিয়ে
মিডিয়াকে সঙ্গে নিয়ে; ভোট প্রচারে আসবে নেতা,
সেই দৃশ্য দেখার পড়ে অভিনয় শিখবে অভিনেতা।
ঈশ্বরের কাছে এই অধমের
রইল একটি প্রার্থনা
অধমকে দিন অন্তর্দৃষ্টি; যেটা দিয়ে চিনবে সে,
মানুষ এবং অভিনেতা খুব সহজে এক নিমেষে।

Tuesday, 30 October 2012

ম্যাজিসিয়ান

ম্যাজিসিয়ান

ম্যাজিসিয়ান! ও ম্যাজিসিয়ান!
তুমি তো ম্যাজিক দেখাও,
আমাদের মনোরঞ্জন করো,
ফুল থেকে কর পায়রা,
রুমাল থেকে বেড়াল।
আচ্ছা! তুমি অমানুষকে মানুষ করতে পারবে?
তাতে সমাজ ভাল হবে।
আচ্ছা! তুমিতো ১ টাকা থেকে ১০০ টাকা কর।
তুমি গরীবদের শেখাবে ম্যাজিকটা?
তুমি শেখাবে ক্ষুধার্ত মানুষদের,
ধুলো থেকে খাবার তৈরির ম্যাজিকটা?
ওয়াটার অফ ইন্ডিয়ার ঘটি টা তুমি দেবে,
একজন তৃষ্ণার্ত মানুষকে?
তুমি পারবে, কালোবাজারির কালো সম্পদ ভ্যানিস করতে?
তুমি পারবে, সুইস ব্যাঙ্কের ভারতীয় টাকা স্বদেশে আনতে?
নাহ! তুমি কিছুই পারবেনা।
পারলে তো আর ম্যাজিক দেখাতে না।
তবে; চেষ্টা করে দেখতে পার।
যদি পার, তবে জানবে সেই শো
দেখানোর আগেই দেশদ্রোহীতার দায়ে
তোমার মৃত্যুদন্ড ঘোষণা হয়েছে।

Tuesday, 16 October 2012

মূল্যবৃদ্ধি


                মূল্যবৃদ্ধি

এই যে দাদা চললেন কোথায়?
বাজারে? সাথে একটা ব্যাগ?
শুধু ব্যাগে হবেনা দাদা,
সাথে পকেটাও নগদ টাকায় ভরাতে হবে।
শাক-সব্জি, তরি-তরকারি, মাছ-মাংস
এখানেই শেষ নয়......
মুদিখানা, দশকর্মা, ষ্টেশনারী,
জামা-কাপড় কি কিনবেন?
দাম হিসাব করেছেন?
হিসেব করেও কোন হবেনা লাভ।
পকেটে রাখতে হবে অতিরিক্ত টাকা,
নইলে দোকানে গিয়ে প্রেস্টিজ যাবে।
গতকাল যা দাম ছিল
আজ তা গেছে বেড়ে।
তারসাথে রেজকী সমস্যা,
পাবেন না ছোট খাট ব্যালেন্স।
নিতে হবে অতিরিক্ত মাল,
নতুবা একটা লজেন্স।
লজেন্স মুখে নিয়ে
করবেন যখন মিষ্টি মুখ,
বৌদি তখন করবে ফোন
গ্যাস ফুরিয়ে গেছে শুনে
চলে যাবে আপনার সমস্ত সুখ।
আপনার তখন একটাই চিন্তা!!
ভর্তুকি সিলিন্ডার ফুরিয়ে গেলে
বেড়িয়ে যাবে অনেক টাকা।
স্কুটার ঘুরিয়ে যাবেন গ্যাস অফিসে,
হিসাব বহির্ভূত চালানোর ফলে তেল শেষ।
তখন আপনার গতকালের টিভি-র খবর মনে পড়বে।
“আজ মধ্যরাত্রি থেকে পেট্রোলের লিটার পিছু ৫ টাকা দাম বাড়বে”।
মনে পড়বে তখন ছোটবেলার স্মৃতি।
এবং ভাববেন যদি সেই
ছোট্ট পিচকারিটা আজ সাথে থাকত তবে
কুকুরের পরিবর্তে নিজের পিছনেই একটু দিয়ে দিই।
অন্ততপক্ষে খুব জোরে দৌড়তে পারতাম।

আরে দাদা এইসব চিন্তা ছাড়ুন
আর নেতা হয়ে যান।
সমস্ত খরচ ফ্রী।
সংস্কারের নামে জিনিসের দাম যত বাড়বে
আমদের খাটনির টাকা
আপনার পকেটে তত বেশি ঢুকবে।
ইনকাম ট্যাক্সের ভয়?
পাঠিয়ে দিন সুইস ব্যাঙ্কে।
আপনার কয়েক পুরুষের ভবিষ্যৎ সুনিশ্চিত।।