Monday, 24 September 2012

আত্মহত্যা


আত্মহত্যা

আমার নাম আত্মহত্যা।
আমি থাকি তোমার বড় মনের ছোট্ট একটা কোণে।
সেখানে সচরাচর কেউ যেতে পারেনা,
বা দেখতেও পায়না।
তোমার মনের মধ্যে যখন অবসাদ আসে,
যখন তোমার মস্তিষ্ক কাজ করেনা,
যখন তোমার হৃদয় দুঃখে উথাল পাতাল হয়,
তখন আমি ধীরে ধীরে প্রকাশ হতে থাকি।
প্রকাশ হতে হতে একসময়ে আমি
এতই শক্তিশালী হয়ে যায়,
এক্কেবারে ঘুমন্ত আগ্নেয় গিরির ন্যায় বিস্ফোরণ ঘটায়।

ভালবাসা আমার জন্ম শ্ত্রু।
যেখানে ভালবাসা থাকে; আমি সেখানে থাকি না।
আমি তাকে খুব ভয় পায়।
ঐ সেদিন আমি একজনের মাথায়
বেশ জমিয়ে বসেছিলাম,
ঠিক বিস্ফোরণের আগের মুহূর্তে
একটা ছেলে এমন ভালবাসা নিয়ে এল,
আমি যেন পালাতে পথ পায়না।
তবে মোটেই ভেবো না আমি একদম পালিয়েছি।
মনের কোণে সেই সুরক্ষিত
জায়গায় ঢুকে গেছি।
ভালবাসা কখন যায়
সেই আশায় বসে আছি।।

Wednesday, 19 September 2012

একদিন আমি বৃষ্টি হব


একদিন আমি বৃষ্টি হব

একদিন আমি বৃষ্টি হব

ঝড়ে পড়ব তোমার ওপরে।

আমি হঠাৎ করে এসে যাওয়ায় তুমি অপ্রস্তুতে পড়ে যাবে।

প্রথমে তোমার মাথায় পড়ব।

তারপরে তোমার লম্বা চুল ভিজিয়ে দেব।

তোমার শরীরের দুদিক দিয়ে

সাপের মত গা-বেয়ে নামব।

পিছনে ঘাড়, পিঠ, কোমর, পাছা, উরু, পা, গোড়ালি দিয়ে

আর----

সামনের দিকে কপাল, ভ্রু, চোখ, নাক, গাল, ঠোঁট, স্পর্শ করে নামব,

তারপর থুতনি, গলা, বক্ষ, নাভি ইত্যাদি জায়গা স্পর্শ করে

পা ছুঁয়ে মিলিয়ে যাব মাটিতে।

তোমার অনিচ্ছা সত্ত্বেও তোমাকে উপভোগ করে নেব।

কিন্তু তুমি যদি ছাতা ফুটিয়ে দাও,

তবে জোর করে তোমাকে স্পর্শ করার নেশায়

তোমার ছাতায় আছড়ে পড়ব।

কিন্তু নিরুপায় হয়ে গুঁড়িয়ে গিয়ে মাটিতে ছিটকে পড়ব। আর—

তুমি দেখে হাসবে আর—

আমি করুন দৃষ্টিতে তোমার দিকে চেয়ে থাকতে থাকতে

অভিমানে, দুঃখে পাতাল প্রবেশ করব।

ভালবাসার ফলাফল

ভালবাসার ফলাফল

তোমার আমি বন্ধু হয়ে
পেলাম একটা উপহার,
যেটা তুমি দিলে আমায়
সেটা শুধুই ভালবাসার।
কিন্তু পোড়া কপাল আমার
কেমনে বলি তোমায়?
পেলাম না তোমার ভালবাসা
ব্যাকুল হয় এই হৃদয়।
দোষ আমি দেবনা তোমায়
দেবনা দোষ আমায়,
ভাগ্যটায় যদি হয় এমন
নাই কোন উপায়।
সবকিছুই তো তার ইচ্ছা
তিনিই করেন চালনা,
আমরা তো তাঁর হাতের পুতুল
পুরন হবে না মোদের কামনা।
তোমাকে ছাড়া এই জীবন
কেমনে আমি কাটাব সখী?
আমারে তুমি বল উপায়
মুছে দিয়ে মোর এই আঁখি।
আমি না থাকলেও আমার সঙ্গ
আছে তোমার সাথে,
আর আছে আমার ইজ্জত
শুধু তোমারই বাহুতে।
যখন তুমি থাকনা সাথে
দুনিয়াটাকে লাগে জঙ্গল,
চারিদিকে শুধুই কাঁটা গাছ
সর্বত্রই অমঙ্গল।
তোমার সাথে মিলব ভেবে
ব্যাকুল হয় এই মন,
করে যাই তোমার প্রতীক্ষা
আসবে তুমি কখন।।

তোমার ঠোঁটের কোণে আছে এমন হাসি,

তোমার ঠোঁটের কোণে আছে এমন হাসি,
যেটা লুকায় কিছু দুঃখ; যা আছে তোমার মনে,
দীর্ঘকাল ধরে আছ তুমি মনের উপবাসী।
লুকাইছ তোমার মনের কথা জল রেখে চোখের কনে।
ভালবাসার গরল পান করে নীলকন্ঠী হয়েছ,
দীর্ঘদিনের মনের ক্ষত নিয়ে তুমি সাথে,
ভাগ্যে যা আছে তাই হবে বৃথাই অপরাধ নিচ্ছ।
প্রেমের পরশ লাগিয়ে ক্ষতে সুখে থেকো দিনে রাতে।

Wednesday, 12 September 2012

রোগের উপশম

রোগের উপশম

আমি কেমন আছি?
চলছে আমার কেমন?
পড় আমার এস এম এস,
পাবে সব জানতে,
এস এম এস যাবে যখ।।
যদি থাক বিষণ্ণ,
যদি হয় মন খারাপ,
যদি বা থাক ক্লান্ত।
পড় আমার পুরনো মেসেজ,
তাতেও যদি সারে না রোগ,
দাও একটা রিপ্লাই,
যেটা হবে লিখিত।।
তাতেও যদি মেটে না কাজ,
কাটিয়ে দিয়ে সমস্ত লাজ,
কর আমায় একটা কল।
কথা দিচ্ছি তোমাকে,
তোমার মনে ঢালব জল।।

Tuesday, 11 September 2012

মহান


আমি যে স্কুলে পড়াশোনা করেছি, অর্থাৎ বাদলা হাই স্কুলের শ্রদ্ধ্যেয় প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় শ্রী মণিলাল মুখোপাধ্যায়- এর উদ্দেশ্যে আমার এই লেখা।
 
 মহান

জগতের মণি তুমি
মণিলাল তোমার নাম,
শতকোটি তোমায় আমি
জানাই প্রনাম।
বাদলা স্কুলে দীর্ঘদিন
করলে তুমি শিক্ষকতা,
স্কুল ছাড়ার সময়ে তুমি
মনে পেলে অনেক ব্যাথা।
ছাত্র ছাত্রী সকলকে তুমি
পারতে ভালবাসতে,
জীবনের পথে চলতে তাদের
তুমিই পথ দেখাতে।
কোন কাজ হাতে নিলে
ছাড়তে তুমি শেষ করে,
একবার বিফল হলেও
চেষ্টা করতে বারে বারে।
ইংরাজীর টিচার হলেও
তুমি অলরাউন্ডার,
তোমার সাথে চ্যালেঞ্জ দেবে
এমন সাহস আছে কার?
তোমায় চিনতে পারেনি যারা
তাদের আমি বলব বোকা,
তোমার মত মানুষ মেলে
এক লাখেতে একটা।।


                              সৌরজিত রায়