আত্মহত্যা
আমার নাম আত্মহত্যা।
আমি থাকি তোমার বড় মনের ছোট্ট একটা কোণে।
সেখানে সচরাচর কেউ যেতে পারেনা,
বা দেখতেও পায়না।
তোমার মনের মধ্যে যখন অবসাদ আসে,
যখন তোমার মস্তিষ্ক কাজ করেনা,
যখন তোমার হৃদয় দুঃখে উথাল পাতাল হয়,
তখন আমি ধীরে ধীরে প্রকাশ হতে থাকি।
প্রকাশ হতে হতে একসময়ে আমি
এতই শক্তিশালী হয়ে যায়,
এক্কেবারে ঘুমন্ত আগ্নেয় গিরির ন্যায় বিস্ফোরণ ঘটায়।
ভালবাসা আমার জন্ম শ্ত্রু।
যেখানে ভালবাসা থাকে; আমি সেখানে থাকি না।
আমি তাকে খুব ভয় পায়।
ঐ সেদিন আমি একজনের মাথায়
বেশ জমিয়ে বসেছিলাম,
ঠিক বিস্ফোরণের আগের মুহূর্তে
একটা ছেলে এমন ভালবাসা নিয়ে এল,
আমি যেন পালাতে পথ পায়না।
তবে মোটেই ভেবো না আমি একদম পালিয়েছি।
মনের কোণে সেই সুরক্ষিত
জায়গায় ঢুকে গেছি।
ভালবাসা কখন যায়
সেই আশায় বসে আছি।।