Thursday, 14 June 2012

ব ন ধ

ব ন ধ

চলবে না গাড়ি
       ঘুরবে না চাকা,
রাস্তা-ঘাটে বেড়োলে,
       দেখবে সবই ফাঁকা।
বনধ করে যে পার্টি
তাদের ঘৃণা কর,
ব্যর্থ করতে বনধ
সবাই রাস্তায় বেড়িয়ে পর।
সেই লোকটার দোষ কি,
যে দিন এনে দিন খায়?
যে করে বনধ
সে কি তাকে খাওয়ায়?
গায়ের জোরে করলে বনধ
ফল একদিন পেতেই হবে,
আমাদের রইল আশা
সেই দিন ঠিক আসবে।
বনধ করে সবার ক্ষতি
উপকার করে না মোটেই,
বনধ থেকে মুক্তি পেতে
লড়তে হবে এক সাথেই।।

সৌরজিত রায়

No comments: