গরীব
গায়ের পথে যেতে যেতে বাবা ছেলেকে বলে,
আজ আমি দেখাব তোরে গরিবি কাকে বলে।
ফেরার পথে বাবা কহিল বুঝলে তুমি কিছু?
ছেলে বলল হ্যাঁ বাবা, বুঝেছি অনেক কিছু।
আমাদের আছে একটি কুকুর;
তাদের আছে চার,
আমাদের আছে ছোট্ট সাঁকো;
তাদের নদীর ধার।
আমাদের ঘরে লাইট জ্বলে;
তাদের আকাশে তারা,
আমাদের আছে ছোট্ট জমি;
তাদের আছে মাঠ, যা সবুজে ভরা।
আমরা শুধুই বসে থাকি;
আমাদের সেবা করে তারা,
আমরা যেটা মুখে তুলি;
সেই খাবার ফলায় তারা।
রক্ষা পাবার জন্যে আছে;
আমদের চার দেওয়াল,
তাদের আছে বন্ধুর হাত;
সাথে বাহুবল।
উত্তর শুনে বাবা, হয়ে গেল বোবা,
ছেলে বলে আমরা গরীব, সেটাই দেখালে বাবা।।
সৌরজিত রায়
No comments:
Post a Comment