Thursday, 21 June 2012

রথের মেলা

  রথের মেলা

আকাশ ঘিরে মেঘ করেছে
রথের মেলার দিনে,
ছাতা নিয়ে যাব মেলায়
জিনিষ আনব কিনে।

গরম গরম জিলিপি
আর খড়খড়ে পাঁপড়,
সাথে থাকবে বাদাম ভাজা
আর; কাঁঠাল খাবার বহর।

মেলা থেকে বাড়ির পথে
ফিরব যখন সাঁঝে,
তোমার সাথে দেখা হলে
রাঙা হবে তুমি লাজে।

আসছে বছর আবার যখন
মেলা আসবে ফিরে,
তখন তুমি থাকবে সাথে
আমার হাত ধরে।।


                          সৌরজিত রায়

Monday, 18 June 2012

ফিরে পাওয়া

        ফিরে পাওয়া

যখন তুমি আমার পানে
চাওনা দুচোখ ভরে,
যখন তোমার পড়েনা মনে
চলে যাও মোরে ছেড়ে,
তখন ভারী পায় দুঃখ,
দুচোখ জলে ভরে।

যখন আবার এলে ফিরে,
তরী যেমন ঠেকে তীরে,
মনে জাগে নতুন আশা,
হারিয়ে যায় মুখের ভাষা,
যখন দেখি সেই তরীতে
ডাকছ তুমি মোরে।

নতুন করে স্বপ্ন আবার
আসে চোখে ফিরে।
যেদিন থেকে দাড়াও পাশে
আমার হাত ধরে।
কথা দিলে তুমি; আর
যাবেনা আমার এই হাত ছেড়ে।
চলব মোরা সুখের পথে
একে অপর কে সাথী করে।।

                                             সৌরজিত রায়

Thursday, 14 June 2012

My Painting























প্রেম

           প্রেম

প্রেম সবার জীবনে আসে।
প্রেম সবার জীবনেই আসে।।
কামদেবের তীর বর্ষণে,
নব যৌবনে প্রেম সবারই আসে।।
কারো আসে গোপনে,
তা নিছক স্বপ্নের নীলিমায়
আঁকা এক চপলা নারী
সুন্দর আকাশে ভেসে ওঠা
কোন সুখ যা শুধুই,
মনকে দেয় নারা।।
আবার কোন নর নারীর
প্রণয় ধরা পরে তাদের
মনের মণি কোঠায়,
তাই হয়তো একদিন
এক স্বার্থক প্রেমের
রূপ লাভ করে।
জন্মায় ভালবাসা।
জন্মায় আলোড়ন।
তাই প্রেম সবার জীবনেই আসে।।



                             সৌরজিত রায়

অনেক দূরে চলে গেলেও


অনেক দূরে চলে গেলেও;
আমায় ছেড়ে যাওয়া মানা,
ঘাসের সাথে যেমন থাকে;
ভোরের শিশির কণা।
দিনের বেলা যায় চলে;
রাতে আসে ফিরে,
যেমন ভাবে পাখীরা সব;
ফিরে আসে নীড়ে।
হাত বাড়িয়ে নাই বা পেলাম;
সকাল কিংবা সাঁঝে,
দুনিয়া ছেড়ে চলে গেলেও;
থাকবে হৃদয় মাঝে...


                        
                        সৌরজিত রায়

পাশে থাকা

 
পাশে থাকা


যত দূরে যাও না কেন
আছি তোমার পাশে,
যেমন করে শিশির কণা
জরিয়ে থাকে ঘাসে।
কাছে আমায় পাবে তুমি
...
হাত বাড়াবে যেই,
যদি না পাও জানবে সেদিন
আমি আর নেই...।

অহিংস


     অহিংস
হায়রে বুদ্ধ ! তোর
জন্ম নেওয়া উচিৎ ছিল
একবিংশ শতাব্দী তে।
...
দেখতিস তোর মৃত্যু
সন্ত্রাসবাদীদের হাতে।
কিন্তু তুই কি করতিস?
না হতে পারতিস
লাদেন, না পারতিস বুশ।
তুই তো অহিংস।
হয়তো ধ্যান শেষে
চোখ খুলে দেখতিস
তোর মৃত্যু পেটোর
আঘাতে, দেখত পৃথিবী।
প্রতিবাদ করত না কেউ, কারণ
পৃথিবী নিজেকে নিয়েই
ব্যাস্ত।।।

                         সৌরজিত রায়

ব ন ধ

ব ন ধ

চলবে না গাড়ি
       ঘুরবে না চাকা,
রাস্তা-ঘাটে বেড়োলে,
       দেখবে সবই ফাঁকা।
বনধ করে যে পার্টি
তাদের ঘৃণা কর,
ব্যর্থ করতে বনধ
সবাই রাস্তায় বেড়িয়ে পর।
সেই লোকটার দোষ কি,
যে দিন এনে দিন খায়?
যে করে বনধ
সে কি তাকে খাওয়ায়?
গায়ের জোরে করলে বনধ
ফল একদিন পেতেই হবে,
আমাদের রইল আশা
সেই দিন ঠিক আসবে।
বনধ করে সবার ক্ষতি
উপকার করে না মোটেই,
বনধ থেকে মুক্তি পেতে
লড়তে হবে এক সাথেই।।

সৌরজিত রায়

গরীব

                গরীব

গায়ের পথে যেতে যেতে বাবা ছেলেকে বলে,
আজ আমি দেখাব তোরে গরিবি কাকে বলে।
ফেরার পথে বাবা কহিল বুঝলে তুমি কিছু?
ছেলে বলল হ্যাঁ বাবা, বুঝেছি অনেক কিছু।

আমাদের আছে একটি কুকুর;
তাদের আছে চার,
আমাদের আছে ছোট্ট সাঁকো;
তাদের নদীর ধার।
আমাদের ঘরে লাইট জ্বলে;
তাদের আকাশে তারা,
আমাদের আছে ছোট্ট জমি;
তাদের আছে মাঠ, যা সবুজে ভরা।
আমরা শুধুই বসে থাকি;
আমাদের সেবা করে তারা,
আমরা যেটা মুখে তুলি;
সেই খাবার ফলায় তারা।
রক্ষা পাবার জন্যে আছে;
আমদের চার দেওয়াল,
তাদের আছে বন্ধুর হাত;
সাথে বাহুবল।

উত্তর শুনে বাবা, হয়ে গেল বোবা,
ছেলে বলে আমরা গরীব, সেটাই দেখালে বাবা।।


                                                                        সৌরজিত রায়

Wednesday, 13 June 2012

প্রথম দেখা

প্রথম দেখা

বহু প্রতীক্ষার অবসান হল অবশেষে।
তোমার ঐ রূপ দেখে চোখ গেল আমা ফেঁসে।
শুভ্র দুখানি পা গজ গমনে চলে।
কোমর খানি তারই সাথে তালে তালে দোলে।
বক্ষ দেখে যে কেও থামবে তাহার পথে।
খোলা দুটি ঠোঁটএর মাঝে হাসি দেখবে সাথে।
টানা টানা চোখ যেন তুলি দিয়ে আঁকা।
লম্বা কালো কেশ দিয়ে বাঁধবে বড় খোঁপা।

S U M A N A

Smile of the girl makes me mad.
Unarms any one, makes them glad.
Mermaid will flee, seeing her grace.
Awesome look stops all race.
Never try to make her smart.
Always keep her in your heart.

সৌরজীত

সৌর আলোয় বিকশিত হয়ে উজ্জল হয়ে থাকি।
ঙ্গীন ফুলের মধ্যে আমি পাপড়ি হয়ে থাকি।
জীবন যুদ্ধে আমাকে অনেকে করে ঢাল।
বু আমি সৌরজীত হয়ে থেকে যায় চিরকাল।

প্রথম দেখার আগের মুহূর্ত

Onek diner pore eseche ek ta sujog.
Kach theke soundorjo korbo tomar korbo upobhog.
Oi tana tana chokh, r thot khola hasi.
Tomar oi bodon khani dekhte boroi valo basi...


 
প্রথম দেখার আগের মুহূর্ত

অনেক দিনের পরে
এসেছে একটা সুযোগ,
কাছ থেকে সৌন্দর্য তোমার
করব উপভোগ।
ঐ টানা টানা চোখ
আর ঠোঁট খোলা হাসি,
তোমার ঐ বদন খানি
দেখতে বড়ই ভালবাসি।