Tuesday, 17 July 2012

শুধু তুমি

শুধু তুমি

ওগো বন্ধু, তুমি
কি বোঝ না নাকি
বুঝতে চাও না, আমার
মনের কথা, আমার
চোখের ভাষা, আমার
হৃদয়ের ব্যাথা?
হয়তো আমার খুব রূপ নেই,
কিন্তু, আছে তো সরল মন।
আর আছে বুকভরা ভালবাসা,
যা অন্যদের নেই।
আমি শুধু ভাবি সারাদিন তোমাকে।
জানিনা, তুমি ভাবো কি আমাকে,
ভাবো কি আমার কথা?
দিন শেষে আমি তোমাকে নিয়ে
লিখে যায় শুধু কবিতা।
যে কবিতায় লেখা আছে
আমার মনের কথা।
আমার হৃদয়ের ব্যাথা।
শুধু তোমারি কথা।


                                   সৌরজিত রায়

Tuesday, 10 July 2012

জনগণনা

আজ বিশ্ব জনসংখ্যা দিবস

জনগণনা

বিয়ে করলে দুটি
Free,
কেন দুটি?
একটি হচ্ছেনা না
হওয়াচ্ছেন না?
দুটি নিলে ঝামেলা
বেশী- কারণ, “ভাগের
মা গঙ্গা পায়না”।
আবার L.I.C.কিংবা
G.I.C.তে দুটি নাম
নতিভুক্ত করুন তা’না
হলেই, বিপদ,
হয়তো স্বামী-স্ত্রী কে
বৃদ্ধাশ্রমে থাকতে হতে পারে।
আবার একটি নিলেই
ক্ষতি কোথায়?
ভাবছেন অকাল মৃত্যু হলে...
ভাবছেন কেন? মানুষ তো
দুঃখ নিয়েই বাঁচে।।

                                 সৌরজিত রায়

Thursday, 5 July 2012

Rakhal Raja Temple


Rakhal Raja Temple, Gopaldaspur, Baidyapur (15 Km from Kalna Town)

Ambika Kalna Railway Station

Kalna Kheya Ghat


Kalna Kheya Ghat
Kheya Ghat to be renovated. The Road stretch is to be developed. Kalna to Shantipur (NH 34) bridge to be constructed. A Road from Ghat to Nibhuji  Ghat to be constructed along the side of Ganges.

Nil Kuthi (Before Renovation)

Presently SDO's Bungalow
Kamala Kanta's Bastu Vita
Vaba Pagla Ashram
Gopalbari Temple

Nambramha Bari (Vagaban Das Babajir Ashram o Patal Ganga)
Ananta Basudeb Temple

Siddeswari temple, Kalna

Sree Chaitanya’s Resting place & foot mark
Sri Sri Shyamsundar Netai-Gour Temple

Mahaprabhu Temple


Rash Mancha, Kalna

Lalji Temple –Giri Gobardhan temple.
Krishna Chandraji Temple



Pratapeswar Temple



108 Shiva Temples (Nabakailas), Kalna

On the western bank of the Ganges, Kalna is a small Municipal Town having rail connection with Howrah & Sealdah and linked by road with Kolkata, Burdwan and other major towns of West Bengal.
Its claim to fame and glory dates back to the 18th century. This town is adorned by a number of historical monuments, which have great archeological and religious values.

Monday, 2 July 2012

না বলা কথা

    না বলা কথা

যে কথার কোন নাই দাম,
সেকথা কেন রাখ মনে?
ভুলে যাও তারে,
যে তোমার কথা না শোনে।
যে যাবার সে চলে গেছে,
আসবে না আর ফিরে।
যে তোমাকে চায়,
তাকাও তার পানে চেয়ে,
রাখো তাকে ধরে।
দেখবে তুমি,
সে চেয়ে আছে তোমার পথের পানে,
তোমাকে পাবার আসায়।
তোমাকে পারে না সে বলতে মনের কথা,
তার বুক ফেটে যায়।
তোমার দুঃখে সে দুঃখী,
তোমার সুখে সে সুখী।
একান্তে নীরবে বসে মুখোমুখি,
ভুলে গিয়ে সব পুরনো কথা,
শুরু কর নতুন করে স্বপ্ন দেখা।।

                                                  সৌরজিত রায়